হেফাজতের তান্ডবে অর্থ দিয়েছে বিএনপি-পাকিস্তান: হাছান মাহমুদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৪:২৪ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২১, ০৪:২৪ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলাম সারা দেশে যে তান্ডব চালিয়েছে তার পেছনে বিএনপি- জামায়াত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কাজ করছে৷ তাদের অর্থ দিয়ে সহায়তা করেছে।
শনিবার (২৪ এপ্রিল) রাঙ্গুনিয়ার দুই হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সম মন্ত্রী তার মিন্টো রোডের বাসা থেকে অনলাইনে যুক্ত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, হেফাজতের নেতারা ইতোমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন৷ তারা এই তান্ডব লীলা চালানোর আগে কোথায় কার বাসায় মিটিং করেছেন সেই তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
তথ্যমন্ত্রী বলেন, এটি নিছক কোনো ঘটনা নয়। সরকার পতনের উদ্দেশ্যেই বিএনপি-জামায়াতের চক্রান্ত ছিল এটি। সড়ক উপরে ফেলা হয়েছে, রেল লাইনের স্লিপার খুলে ফেলা হয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে৷ সবকিছুই একটি গভীর ষড়যন্ত্রের অংশ৷ যা ভারতের এবং দেশের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে।