ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৭:৫৮ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২১, ০৭:৫৮ PM
পাবনার চাটমোহরে আতিকুল ইসলাম সজিব (১১) নামের এক স্কুলছাত্র ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব ওই গ্রামের মজিদ হোসেনের ছেলে। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট সে। সজিব কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানান, সকালে বাড়ির পাশের মাঠে ঘুড়ি উড়াতে যায় সজিব। কিছুক্ষণ পর সুতা ছিঁড়ে ঘুড়ি পাশের গাছে ডালে আটকে যায়। ঘুড়িটি হাতে পেতে সজিব নিজেই গাছে উঠে। পাশেই বিদ্যুতের লাইন থাকায় গাছের ডালটি ওই লাইনের তারের উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই সময়ে তিনি শিশুদের ওপর নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান।