উপাচার্যহীন পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয়, এ মাসে শূন্য হচ্ছে আরও তিনটি

  © ফাইল ফটো

উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত দিয়ে চলছে দেশের চার সরকারি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উপাচার্য নিয়োগ হয়নি। ফলে দেশের পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয় চলছে নিয়মিত উপাচার্য ছাড়াই। এগুলোর বাইরে চলতি মাসে শূন্য হবে আরও তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ।

এদিকে, চলতি মাসে শূন্য হবে আরও তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। দুই দফায় দায়িত্বপালনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের মেয়াদ শেষ হবে ৩০ মার্চ। এর আগে আগামী ২৩ মার্চ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএমএমইউ) উপাচার্যের পদ শূন্য হবে। এ ছাড়াও ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আবদুস সোবহান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়ার ১০ জুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক আনোয়ার হোসেনের ১৯ মে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ১৩ জুন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের মেয়াদ শেষ হবে ১০ জুন।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য কে হবেন, তা নিয়েও নানা আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক মনে করছেন, বর্তমান উপাচার্য পুনর্নিয়োগ পেতে পারেন। তবে বেশির ভাগের মত ভিন্ন। তারা বলছেন, উপাচার্য হিসাবে নিয়োগ পেতে এরই মধ্যে অনেকেই যোগাযোগ করছেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যার ওপর আস্থা রাখবেন, তিনিই দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়টির পরবর্তী উপাচার্য হবেন।

উপাচার্যশূন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলোর মধ্যে প্রথমটি গত ৪ জানুয়ারি, দ্বিতীয়টি ২৯ জানুয়ারি আর তৃতীয়টি ৩১ জানুয়ারি শূন্য হয়।

অন্যদিকে, গত শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ শেষ হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ও উপাচার্যশূন্যের তালিকায় স্থান নেয়। এখন পর্যন্ত সেখানে কাউকে ভারপ্রাপ্ত দেওয়া হয়নি। আলোচিত হচ্ছে বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়েরই সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের নাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. এম অহিদুজ্জামান।


সর্বশেষ সংবাদ