যাত্রা শুরু করল দৃষ্টি আই হসপিটাল

  © টিডিসি ফটো

সর্বাধুনিক চোখের চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দৃষ্টি আই হসপিটাল। গতকাল রাজধানীর বনশ্রীতে হাসপাতালটির শুভ উদ্বোধন হয়েছে। রেটিনা, গ্লকোমা, কর্ণিয়া, অকুলোপ্লাস্টিসহ ৭ টি কনসালট্যান্ট সেন্টারের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করল প্রতিষ্ঠানটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল হাসান মহসিন হাসপাতালের উদ্বোধন করেন। ডা. মো. মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৃষ্টি আই হসপিটাল বনশ্রীর আশপাশের এলাকাসহ রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চোখের সেবা নিশ্চিত করবে। তবে সেবামূল্য রোগীদের নাগালের মধ্যে রাখার অনুরোধ জানান তিনি।

সভাপতির বক্তব্যে হসপিটালটির চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান বলেন, স্বল্প খরচে উন্নতমানের চোখের সেবা দিতে দৃষ্টি আই হসপিটাল বদ্ধপরিকর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আবিদ আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফরাজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. ইমন ফরাজি, বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কালাম, সেক্রেটারি নুরুল কবির সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিরা।


সর্বশেষ সংবাদ