স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবিতে— ফের একা হাজির পলাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২০, ১২:৫০ PM , আপডেট: ২৭ জুন ২০২০, ১২:৫০ PM
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যর্থ হয়েছেন- এমন অভিযোগ তুলে তাঁর অপসারণ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই আরমান হোসেন পলাশ। আজ শনিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবস্থান কর্মসূচির একটি ছবিও শেয়ার করেন আরমান। ছবির ক্যাপশনে তিনি লিখেন,“করোনা বিষয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং করোনা-গণহত্যার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচারের দাবিতে অবস্থান”।
এর আগে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হওয়ার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন আরমান।
এইচএসসি পাস করা পলাশ বাবার চাকরি সূত্রে গাজীপুরে বেড়ে উঠেছেন। জেলার ক্রিকেট টিমেও ছিলেন। ২২ বছর বয়সে প্রেমের বিয়েতে সংসার। পলাশের পৈতৃক বাড়ি খুলনার খালিশপুরে। বাবা, মা, স্ত্রী, দুই সন্তানসহ থাকেন গাজীপুরে। পল্টন মোড়ের সামনে ফুটপাতে দোকানদারি করেন।