কোটালীপাড়ায় আট প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা

  © টিডিসি ফটো

করোনাভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ৮টি প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে ঘাঘর বাজারে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এতে মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স অন্নপূর্ণা ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা কালী ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা বাণিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা, কোটালীপাড়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, জীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ৮ হাজার টাকা ও সাখাওয়াত স্টোরকে ৮ হাজার টাকাসহ মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছিলো। এদের মধ্যে ৮টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজ ৭১ হাজার টাকা জরিমান করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ