রাষ্ট্রপতিকে গ্রামীণফোনের উকিল নোটিশ

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © ফাইল ফটো

রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণফোন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার৷ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, এই নোটিশে ১২ হাজার কোটি টাকার পাওনার বিষয়টি নিয়ে সালিস (আরবিট্রেশন) চাওয়া হয়েছে। নইলে টেলিনর আন্তর্জাতিক আদালতে মামলা করবে।

উকিল নোটিশ পাঠানো দুঃখজনক জানয়ে মন্ত্রী বলেন, ‘‘জিপি সিঙ্গাপুরের একটি ল ফার্মের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিস দিয়েছে আর্বিট্রেশনে যাওয়ার জন্য৷ বাংলাদেশে ব্যবসা করবে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিস দিয়ে আর্বিট্রেশনের জন্য চাপ দেবে, এটা বোধহয় খুব সহজে গ্রহণ করার মত অবস্থা না৷’’

তিনি বলেন, যে উকিল নোটিশ দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তা অবহিত করা আছে এবং ফরেন মিনিস্ট্রিসহ সবাই এই বিষয়টি জানে। আমরা আমাদের আইনজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলেছি। এই উকিল নোটিশটি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে, তারা চাচ্ছে আরবিট্রেশন যেন করা হয়। আরবিট্রেশন করার জায়গা দিয়ে তো আমরা উন্মুক্ত হয়েই আছি। কিন্তু বাংলাদেশের আদালতে মামলা থাকলে, আমার তো আদালতের বাইরে আরবিট্রেশন করার কোনো সুযোগ নাই। আমার আদালত যদি আমাকে আরবিট্রেশন করার জন্য হুকুম দেন আমি আরবিট্রেশন করতে পারব।

উল্লেখ্য, নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা দাবি করেছিল বিটিআরসি৷ গত এপ্রিল মাসে অপারেটরটিকে এই বিষয়ে চিঠি দিয়েছে সংস্থাটি৷ ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা দাবি করা হয়েছে আরেক অপারেটর রবির কাছেও৷ একমত না হওয়ায় বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানিয়ে আসছে অপারেটর দুটি৷ বিটিআরসি তা না মানায় আদালতে যারা তারা৷


সর্বশেষ সংবাদ