কুমিল্লায় বৌ-ভাতে পেঁয়াজ উপহার

কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজ উপহার দিয়েছেন নবদম্পতির শুভাকাঙ্খী। এমন উপহার দেখে চমকে উঠেছেন অন্য অতিথিরা। বিষয়টি কুমিল্লা জুড়ে হাস্যরস তৈরি করেছে। শুক্রবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পেঁয়াজ উপহার দেয়ার বিষয়টি  ওই এলাকায় বেশ সাড়া ফেলেছে। উপহার প্রদানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহের বৃহস্পতিবার কালখাড়পাড় এলাকার হাজী আবদুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। শুক্রবার তার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। দুপুরে রিপনের তিন বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান ৫ কেজি পেঁয়াজ কিনে রেপিং করে ওই বাড়িতে দাওয়াত খেতে যান। উপহার হিসেবে পেঁয়াজের বাক্স দেন তারা।

বর ইমদাদুল হক রিপন জানান, আমার কাছে এ পুরস্কার আমরণ স্মরণীয় হয়ে থাকবে। আমার বিয়েতে যতো পুরস্কার পেয়েছি সব চেয়ে মূল্যবান মনে করবো এই পেঁয়াজকে। কারণ, পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের গরমে অস্থির। শুরু হয়েছে পেঁয়াজ রাজনীতি। হয়তো আমার বন্ধুদের এ পেঁয়াজ উপহার একটি নীরব প্রতিবাদও হতে পারে।


সর্বশেষ সংবাদ