ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত, ছাত্র জোটের বিক্ষোভ

মানববন্ধন করছেন জেলা প্রগতিশীল ছাত্র
মানববন্ধন করছেন জেলা প্রগতিশীল ছাত্র  © টিডিসি ফটো

জয়পুরহাট জেলা শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাসনিমুল হাসান ট্রাক চাপায় নিহত হয়। এরই প্রতিবাদে জয়পুরহাট জেলা প্রগতিশীল ছাত্র জোট তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ করে।

আজ (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় চিনিকল সড়ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্টে এসে সমাবেশ করেন জোটের প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী।

সমাবেশ চলাকালে বক্তব্য দেন, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন, ছাত্র জোটের অন্যতম নেতা ও জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জয়ন্ত সরকার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) আহবায়ক রেহেনা পারভিন খুশি ও সদস্য সোহান কাদির প্রমুখ।

সমাবেশে ছাত্র জোটের নেতারা বলেন, অবিলম্বে ট্রাক চালক কে আটক করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহত পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ মতায়েন করতে হবে। অবিলম্বে ট্রাক চালক কে আটক না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনের হুমিয়ারি দেন জোটের নেতা কর্মীরা।


সর্বশেষ সংবাদ