আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বিষয়ক রিটের শুনানি কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ PM
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন চেয়ে রিট আবেদন করা হয় গত ১২ নভেম্বর। এ রিটের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানি হতে পারে।
সোমবার (১৮ নভেম্বর) চুক্তিটির বৈধতা নিয়ে করা রিটের বিষয়টি উপস্থাপন করেন রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ূম । বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেছেন তিনি।
এ বিষয়ে আদালত বলেছেন, ‘আজকে না হলেও আগামীকাল ওপরের দিকে থাকবে।’
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ূম ১২ নভেম্বর রিটটির আবেদন করেন। চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তি কার্যকরে জড়িতদের চিহ্নিত করতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
এ বিষয়ে এম আবদুল কাইয়ূম বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত প্রতিবেদন দেখা যাচ্ছে যে আমাদের সরকার ভারতের অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ অনেক কম টাকায় পায়। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যে বিদ্যুৎ আমদানি করা হয়, দরপ্রতি ইউনিট হিসেবে ৫ দশমিক ৫ পয়সা পড়ে। ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ নেয়, তার খরচ ইউনিটপ্রতি ৮ টাকা ৫০ পয়সা করে পড়ে। অথচ আদানির কাছ থেকে নিতে ১৪ টাকার ওপরে ইউনিটপ্রতি খরচ পড়ে। এমনকি নেপাল থেকে আনতে মোট খরচ পড়ছে মাত্র ৮ টাকা। আদানির সঙ্গে চুক্তির ক্ষেত্রে দর-কষাকষি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি বলে গণমাধ্যমে দেখেছি। যে কারণে আদৌ দর-কষাকষি হয়েছে কি না, হলে কীভাবে হয়েছে, এ বিষয়ে এ-সংক্রান্ত তথ্যাদি আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে সম্পূরক আবেদনে।’