ঢাবির সাবেক দুই অধ্যাপকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

  © সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত, একই  ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুছ সালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা রেকর্ড সৃষ্টি করে ব্যাংক কর্তৃক মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনো ভবন বা স্থাপনা না থাকা সত্ত্বেও ঋণগ্রহীতা মালিক হওয়ার আগেই এ জমিতে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করে এবং জমি ও স্থাপনার মূল্য প্রায় ৬১০ কোটি টাকা মূল্যায়ন করে (অতি মূল্যায়ন) ঋণ অনুমোদন ও বিতরণ করে।

এভাবে জনতা ব্যাংকের জনতা ভবন কর্পোরেট শাখার ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুছ ছালাম আজাদ, ড. আবুল বারকাত, ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন।


সর্বশেষ সংবাদ