এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যাচ্ছে যমুনায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ১২:৪৯ PM

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন নন এমপিও শিক্ষকেরা। রবিবার (২ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে রাজধানীর প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে মিছিলটি হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হন তারা।
এসময় পুলিশ তাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যেতে বলেন। এতে রাজি হয়ে নন এমপিও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে যমুনা অভিমুখে যাত্রা করেছেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, আমাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উপস্থিত অন্য শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের উসকানি মূলক স্লোগান দিবেন না। আপনারা প্রেসক্লাবে ফিরে গিয়ে সেখানে অবস্থান করুন। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকব।