শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ AM

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোন হতাহতের তথ্য এখনও জানা যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরো পড়ুন: নতুন দলের শীর্ষ ৯ পদে থাকছেন দুই নারী
ফায়ার সার্ভিসের লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, ‘রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন কীভাবে লাগল তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।’