‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে’
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ PM

বাগেরহাটের রামপাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘আপনারা বিএনপির প্রতি আস্থা রাখুন। বিএনপি গণমানুষের জনপ্রিয় দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
শনিবার(২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কালেখারবেড় দীঘির পাড়ে লিফলেট বিতরণ ও পথসভায় এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। সবাইকে সচেতন থাকতে হবে। কোনোভাবেই পতিত স্বৈরাচারের কোন ফাঁদে পা দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।
উল্লেখ্য, রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইজারাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।