ফার্মগেটে আগুন লাগার খবরে হাজির ফায়ার সার্ভিস, অতঃপর... 

  © টিডিসি ফটো

রাজধানীর ফার্মগেটে অবস্থিত সুপার ভিউ মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে— এমন খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের টিম। কিন্তু তারা এসে দেখে মার্কেটে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। তবে মার্কেটের সামনে থাকা ফুটপাতের দোকান গুলোতে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া সৃষ্টি হয়। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার আগেই আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

এ বিষয়ে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ৯টা ২৫ মিনিটের দিকে সুপার ভিউ মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়েছি। পাঁচ মিনিটের মধ্যে আমরা এখানে এসে পৌঁছেছি। আসার পর আমরা দেখতে পেয়েছি এটি আসলে সুপার ভিউ মার্কেটের ঘটনা নয়। মার্কেটের সামনে থাকা ফুটপাতের দোকানগুলোর ওপরে থাকা তার থেকে শর্ট সার্কিট হয়েছে। অল্প পরিমাণ ধোঁয়া ছিল। আমরা পানি দিয়ে নির্বাপণ করেছি।  আপাতত কোন সমস্যা নেই।’


সর্বশেষ সংবাদ