জেয়াফত খেয়ে হাসপাতালে ভর্তি ৮৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

গাইবান্ধা সদর উপজেলায় মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠানের (জেয়াফত) খাবার খেয়ে ৮৫ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানের খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হন তারা।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার রিফাতপুরের ফুলবাড়ি গ্রামে বেলালের মা মৃত আলমা বেগমের নামে জেয়াফতের আয়োজন করে এবং ফুলবাড়ী গ্রামের প্রায় এক হাজার মানুষকে দাওয়াত করা হয়। এখানে গ্রামবাসীকে আটার ডাল দিয়ে আপ্যায়ন করা হয়। এই আটার ডাল দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে যায় সবাই।
আরো পড়ুন: বান্দরবানে অপহৃত ২৫ শ্রমিককে ছেড়ে দিল সন্ত্রাসীরা
পরে এদিন রাত থেকে অনেকেই ডায়রিয়া ও বমিসহ পেট ব্যথার কারণে গাইবান্ধা সদর হাসপাতালে ৮৫ জন ভর্তি হয়েছে বলে জানা যায়।