শেখ হাসিনা ফের লাইভে আসছেন আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
জানা গেছে, ‘দায়মুক্তি’ শিরোনামের লাইভে শেখ হাসিনা জুলাই ও আগস্টে হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যদের পরিবার-পরিজনের কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। এটি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে এসে কথা বলেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।
এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধাসদনেও আগুন দেন তারা।
ধানমন্ডির এ ঘটনার পরপরই রাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।