ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদসহ গ্রেপ্তার ২
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM

ময়মনসিংহে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আবু হানিফ (৫০)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌর সদরের নিজ বাসা থেকে হাসান মাহমুদ জুয়েলকে এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোডের নিজ বাসা থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান আসামি হিসেবে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলারও পলাতক আসামি ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, মো. আবু হানিফকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুই নেতাকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।