আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রায়পুরা থানা
রায়পুরা থানা  © সংগৃহীত

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল মাহমুদ।

আরও পড়ুন : আ.লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ, শেখ হাসিনা যুক্ত ‘আপা’ নামে

তিনি বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। অনেকে বলছেন দুজন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানতে চাইলে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বেলা সাড়ে ১১টায় বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। তবে অনেকে দুপক্ষের ৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ঘটনাস্থলে পুলিকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।


সর্বশেষ সংবাদ