আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১১

হাসপাতালে আহত দুই ব্যক্তির চিকিৎসা চলছে
হাসপাতালে আহত দুই ব্যক্তির চিকিৎসা চলছে  © সংগৃহীত

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাপতি নিজাম সরকার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১১ জন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ হয়। 

নিহতের নাম মো. নিজাম সরকার (৩৫)। তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার গ্রামের বাড়ি মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামে।

আহতরা হলেন- টিটু, রমজান, ইব্রাহিম, শাকিল, খালেদ, হাসান, দেলোয়ার, আনিস সরকার, ওয়াসিম, হানিফ ও সুমন। 

নিহতের বন্ধু নিজামুদ্দিন বলেন, চাল্লিভাঙ্গা বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক- গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম সরকারের মৃত্যু হয়। 

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিররের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কুমিল্লা জেলা পরিষদের সদস্য কাইয়ুমও কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজাম নামের একজন মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’


সর্বশেষ সংবাদ