স্কুল ব্যাংকিং কার্যক্রম জোরদারে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৪ PM

শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ব্যাংকের শাখাকে অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এর ফলে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক শাখা থেকে বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে।
রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি ২০১৩ সালের ২৮ অক্টোবর ও ২০১৫ সালের ৪ নভেম্বরের পূর্ববর্তী সার্কুলারগুলোর ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ব্যাংকের শাখাকে নিকটস্থ একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে ব্যাংকগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে। ব্যাংকগুলোর দায়িত্ব থাকবে শিক্ষার্থীদের হিসাব খোলা, আর্থিক শিক্ষা দেওয়া এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া। প্রতিটি ব্যাংক শাখাকে প্রতি তিন মাস অন্তর স্কুল ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। ২০১১ সাল থেকে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়। বর্তমানে দেশে ৫৯টি ব্যাংক এই কার্যক্রমে যুক্ত রয়েছে।
১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে। এতে থাকছে ফি ও চার্জে বিশেষ ছাড়, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা এবং স্বল্প খরচে ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা স্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।