সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন  © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ‘ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা’। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা  জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তিক চাকরিতে বয়সসীমা বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করে পুরুষদের ক্ষেত্রে ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার দাবি জানান।

এ সময় গত ১৭ ডিসেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাস প্রকাশিত মুয়ীদ চৌধুরীর সুপারিশ বিষয়ক প্রতিবেদনটির কিছু অংশ প্লেকার্ড হিসেবে ব্যবহার করতে দেখা যায় তাদের। এছাড়াও তাদের হাতে  ‘বয়স নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই; মেধা ও যোগ্যতাকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না; জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ তাদের ব্যবহৃত হ্যান্ড মাইক জব্দ করেছে। এ বিষয়ে মানববন্ধনে উপস্থিত একজন বলেন, আমরা যখন সকালে এখানে উপস্থিত হতে শুরু করি তখন পুলিশ আমাদের ব্যবহৃত হ্যান্ডমাইক জব্দ করেছে। এ থেকে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র সব সময় নিপীড়িত মানুষের বিপক্ষে কাজ করে।


সর্বশেষ সংবাদ