যুবলীগ নেতাকে কুপিয়ে পায়ের রগ কাটল দুর্বৃত্তরা, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:২১ PM
বরিশালে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীব ওরফে পণ্ডিত রাজীবকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রায় রাত ১০টায় নগরীর গোরস্তান রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় যুবদল নেতা এ ঘটনায় মূল অভিযুক্ত বলে আহতের স্বজনরা দাবি করছেন।
মূল অভিযুক্ত বাচ্চু ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য।
আহত শাহরিয়ার সাচিব রাজীব বরিশালের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ও মহানগর যুবলীগের ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, রাজিবের হাত এবং পায়ের রগ কাটা ছাড়াও সমস্ত শরীরে ১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অনেকটা শঙ্কটাপন্ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব রাত ১০টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী দুই যুবক আকস্মিক পেছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। কুপিয়ে জখম করার সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে৷ তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজীবের সুস্থতা কামনায় বাসা সংলগ্ন মসজিদে বিকেলে তার জন্য দোয়া–মোনাজাতের আয়োজন করা হয়।