২৬ মিনিট বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল চলাচল

  © ভিডিও থেকে নেওয়া

ট্রেনের দরজা বন্ধ না হওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা ভোগান্তিতে পরেন। রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়।

এমআরটি সূত্রে জানা যায়, শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটির দরজা বন্ধ না হওয়াতে আটকে গিয়েছিল। ফলে তার পরবর্তী ট্রেনগুলো আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ট্রেন বিকল হওয়ায় মেট্রো স্টেশনে আটকে আছেন যাত্রীরা

এর আগে সকাল ১০ টার পরে পল্লবি স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, সামনের ট্রেনটি ফল্ট করায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হচ্ছে। ঠিক কতক্ষণ বিলম্ব হবে সেটির কোনও নির্দেশনা এখনো পাওয়া যায়নি। যাত্রিদের ধৈর্য্ ধরে অপেক্ষা করার অনুরোধ।

স্টেশনে অপেক্ষারত মো. ইয়ামীন নামের একজন ১০ টা ৬ মিনিটের দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘২০ মিনিট ধরে পল্লবী মেট্রো স্টেশনে আটকে আছি। আগের ট্রেনে নাকি সমস্যা হয়েছে, তাই এই ট্রেন ছাড়ছে না। এদিকে অফিসে প্রবেশের সময় পার হয়ে যাচ্ছে। পল্লবী মেট্রো স্টেশন, মিরপুর।’

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজা খোলা অবস্থায়। ভেতরে সবাই ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছেন।


সর্বশেষ সংবাদ