বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

অনশনরত চাঁদনী আক্তার
অনশনরত চাঁদনী আক্তার  © টিডিসি

পটুয়াখালীর দুমকীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক হাসান মাহমুদ সাজিনের বিরুদ্ধে। সেই সূত্রে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন পালন করছেন প্রেমিকা চাঁদনী আক্তার।

অভিযুক্ত হাসান মাহমুদ সাজিন উপজেলার লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদ শিকদার মাস্টারের ছেলে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) অনশনরত চাঁদনী অভিযোগ করে বলেন, ‘প্রায় চার বছর আগে লেবুখালীর ইউনিভার্সিটি স্কয়ারে সাজিনের সঙ্গে আমার প্রথম দেখা হয়। পরে প্রেমের সম্পর্ক জড়িয়ে নিয়মিত দেখা-সাক্ষাৎ হয় আমাদের। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাজিন। কিন্তু পাঁচ মাস ধরে সাজিন সব যোগাযোগ বন্ধ করে দেয়। সম্প্রতি সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে জানতে পারি। আমার উপস্থিতি টের পেলে লাপাত্তা হয় সে।’

চাঁদনী আরও অভিযোগ করেন, ‘সাজিনের ঘরের সামনে গেলে সাজিনের মা, ফুফু ও বোন তিনজন আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেন। তাৎক্ষণিক কয়েকজন সাংবাদিক এলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। বর্তমানে এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করছেন। আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাসান মাহমুদ সাজিন বলেন, ‘চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী। তাই প্রায়ই বোনের সঙ্গে বাড়িতে আসত।’  শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন, ‘এটা মিথ্যা ও ষড়যন্ত্র।’

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ইতিপূর্বে পারিবারিক পর্যায়ে ও স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ওই ঘটনায় চাঁদনী আক্তারের মা থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে তাদের মধ্যে সম্পর্কের সত্যতা পেয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক।


সর্বশেষ সংবাদ