মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা পিন্টু

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন 
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু  © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। আজ (রবিবার) ২৯ ডিসেম্বর সকালে গুলশানে বিএনপির মহাসচিবের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গত মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারা ফটকে তার স্বজন ও বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।  ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি।


সর্বশেষ সংবাদ