চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ PM
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। পুলিশ কোন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেটি সবাই জানে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।’
আরেক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, যেসব সম্বনয়কদের হত্যা হুমকি দেওয়া হয়েছিল, প্রতিটি বিষয় পুলিশ সুরাহা করেছে।’
সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে আইজিপি বলেন, ‘আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।’
আরও পড়ুন: গোপালগঞ্জ হাসপাতালের আরএমও ফারুক আহমেদ গ্রেপ্তার
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। সেইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।
ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নেই বলে মন্তব্য করেন সাজ্জাত আলী।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে।
সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের হারানো ইমেজ পেতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।