জন্ম নিবন্ধনে মানুষকে হয়রানি না করতে কঠোর হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সভায় উপস্থিত অতিথিবৃন্দ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সভায় উপস্থিত অতিথিবৃন্দ  © সংগৃহীত

জন্ম নিবন্ধনসহ সিটি কর্পোরেশনের সেবাগ্রহণে হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলাম। তিনি বলেন,  জন্ম নিবন্ধন সেবা নিতে আসা মানুষকে হয়রানি করবেন না। সামান্য কিছু টাকার জন্য সেবা নিতে আসা মানুষদের হয়রানি করে কষ্ট দিয়েন না। আপনার দায়িত্ব সেবাগ্রহীতাকে সেবা দেওয়া।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ডিএসসিসির নগরভবন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার উপদেষ্টা এবং ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাকে এ অভিযোগে অভিযুক্ত করছি না। তবে ১০০ জনের মধ্যে দুই বা পাঁচজনকেও হয়রানি করা হলে এর দায় আমাদের সবার ওপর বর্তায়। এতে ডিএসসিসির বদনাম হয়। সেবা দিতে হবে সততার সঙ্গে, নিজেদের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে আমরা নির্ধারিত বেতনের শর্তে যুক্ত হয়েছি। এই বেতনে যদি আপনার চলা না হয়, তাহলে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করুন। কিন্তু সেবাগ্রহীতাকে হয়রানি করে বাড়তি টাকা নেওয়া মেনে নেওয়া হবে না। এছাড়া আপনি সরকারি চাকরি করবেন আবার আত্মীয় স্বজনদের নামে ঠিকাদারি ব্যবসা করবেন সেটা আমরা মেনে নেব না।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 


সর্বশেষ সংবাদ