তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১ AM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার পল্লী উন্নয়ন মিলনায়তনে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়গুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা, প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা ও পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।’
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান।
প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এ সময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেছেন।