ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ AM
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটিকে ‘ভুয়া খবর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং ফ্যাক্টস নামের ফেইসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
তথ্য যাচাইয়ের কথা তুলে ধরে পেইজে বলা হয়েছে, ‘এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।’
ভারতীয় সংবাদমাধ্যম সাপ্তাহিক ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ ‘বায়রাকতার টিবি২’ ড্রোন মোতায়েন করেছে।’ প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, এ ড্রোন তুরস্কের নির্মিত।
প্রেস উইং ফ্যাক্টস নামের ফেইসবুক পেইজে প্রতিবেদনটির একটি স্ক্রিন শট তুলে ধরা হয়েছে, যার শিরোনাম হল- ‘হোয়াট’স বায়রাকতার টিবি২ ড্রোন ডেপ্লয়েড বাই বাংলাদশ অ্যান্ড ইজ ইন্ডিয়া প্রিপ্রেয়ার্ড?’