ডাকাতি করতে গিয়ে ধরা পুলিশের এএসআইসহ ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ AM
চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এএসআইসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো ডাকাত সদস্যরা হলো— নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৩৫ হাজার টাকা লুট করে। এসময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।
মফিজুর রহমান আরও জানান, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।