মেক্সিকোর ভিসা আবেদন: বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ PM
বাংলাদেশি নাগরিকদের জন্য মেক্সিকো ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা মেক্সিকান দূতাবাসে যাওয়ার জন্য নয়াদিল্লি পর্যন্ত ভ্রমণ করতে হবে না।
সদ্য ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্য যেকোনো স্থানে অবস্থিত মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর অভিবাসন বিধি অনুযায়ী, বর্তমানে মেক্সিকোর নাগরিকত্বপ্রাপ্ত দেশগুলোর ভ্রমণকারীরা নির্দিষ্ট কিছু শর্তে ১৮০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মেক্সিকোতে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে শর্ত হলো, ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট এবং কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ডের বৈধ ভিসা অথবা শেনজেনভুক্ত দেশের ভিসা থাকতে হবে।
মেক্সিকোর এই সিদ্ধান্ত বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং জন-মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।