বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলতর করবে আনাস: ছাত্রদল

হাফেজ আনাস মাহফুজকে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল
হাফেজ আনাস মাহফুজকে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল  © সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে হাফেজ আনাস মাহফুজ। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৭৪টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সে। তার এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক শুভেচ্ছা বার্তায় হাফেজ আনাস মাহফুজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আনাস মাহফুজের প্রতিভার যথাযথ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন: রাচির দাফন সম্পন্ন, পূরণ হলো না বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন

প্রতিযোগিতার বাংলাদেশি কারি আবু জর গিফারি কেরাত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে। হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। তাঁর মা নিজেও একজন হাফেজা ও মাদরাসার শিক্ষিকা। মূলত মায়ের কাছেই তার হিফজ শুরু হয়। এরপর ফরিদপুর, মাদারীপুর ও নেত্রকোনার একাধিক মাদরাসায় লেখাপড়া করেছে। বর্তমানে মিরপুরে মারকাজুল ফয়জুল কোরআন অধ্যয়নরত আছে।


সর্বশেষ সংবাদ