ঢাবিতে পোস্টার সাঁটালো ছাত্রদলের নেতাকর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ PM
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পোস্টার সাঁটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সূর্যসেন হল ও মুজিব হলের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ছাত্রদল মনোনীত ডাকসু-১৯’র জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে হল এলাকা এবং ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।
হল এরিয়ার মধ্যে রয়েছে সূর্যসেন হল কাফেটেরিয়া। এছাড়া ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, কলাভবন, লেকচার থিয়েটার, ক্যাম্পাস শ্যাডো, আজিজ মার্কেট, শাহবাগ, জাতীয় জাদুঘরেও পোস্টার সাঁটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সূর্যসেন হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আল আমিন মিরা ও মল্লিক ওয়াসি উদ্দিন তামী, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, মোস্তাকিন আল মামুন পিয়াল ও তানভীর হাসান, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, সহ-প্রচার সম্পাদক শাকির আলীম, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, অর্থ সম্পাদক শিপন মিয়া, ক্রীড়া সম্পাদক হাবিব আহমেদ লিয়ন, শাদমান সাকিব, লিমন মেজর, রাজা আমিনুল হক অভি, শাকিল আহাম্মেদ সোহাগ ইসলাম, শামসুদ্দোহা সৌরভ, রাকিব ইসলাম, রিমন হোসেন, শামস মোমতাহিন ফাহিম, সাদমান সাকিব, বিশ্বাস মাহির ও রায়হান।
আরও উপস্থিত ছিলেন মুজিব হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, দপ্তর সম্পাদক সাইফ আল ইসলাম দীপ, কর্মী মো: তৌহিদুর রহমান তাহসিন, রিনভি মোশাররফ, হাসানুজ্জামান নাদিম, মনিরুল ইসলাম হিরণ, সিহাব হোসেন শাহেদ, আব্দুল্লাহ আল-নোমান, আব্দুল্লাহ আজিম, ইশরাক বিন হুসাইন শামস, নাজমুস সাকিব ও নাইমুর রহমান নাইম।
এর আগে আজ দুপুরের পর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভায় ঢাকাস্থ নেতৃবৃন্দের অংশগ্রহণ। ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া ৭ নভেম্বর উপলক্ষ্যে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণ করা হবে।
অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৮ নভেম্বর রাজধানীতে বিএনপি আয়োজিত র্যালিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করেছেন বলে বার্তায় বলা হয়েছে।