আরও ৩০ সংবাদকর্মীর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ PM
আরও ৩০ সংবাদকর্মীর প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত সপ্তাতে ২০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আদেশ জারি করেছিল সরকারি এই সংস্থাটি।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, নিউজ ২৪ এর হেড অব নিউজ রাহুল রাখা, দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের সম্পাদক আবেদন খান, নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাশ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন প্রমুখ।
এর আগে, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আরও ২০ সংবাদকর্মীর প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে পিআইডি।