পুতুলের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ
পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ  © সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। তার পরিবর্তে যাতে সরাসরি বাংলাদেশ সরকার যোগাযোগ করতে পারে, সে জন্য ডব্লিউএইচওকে চিঠি দিয়েছে সরকার।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীন বলেন, বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, সেটা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, এথিক্যাল জায়গা থেকে সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাইছি, তার মাধ্যমে নয় বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে। এ বিষয়ে সংস্থাকে চিঠি দেয়া হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুল গত বছর ১ নভেম্বর পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। গত ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউেএইচও’র নয়াদিল্লি কার্যালয়ে অফিস করেন।

গত ৫ আগষ্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার ও তার পরিবারের সদস্যদের নামে অনেক মামলা হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলের নামেও বেশ কয়েকটি মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ