সন্তান জন্মের আধা ঘণ্টা পরই  মারা গেলেন বাবা

আব্দুস শহীদ
আব্দুস শহীদ  © টিডিসি

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের খুশির খবরের মধ্যে আধা ঘণ্টা পরই মারা গেলেন বাবা। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারির স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালোবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

আরও পড়ুন: আন্দোলনে বাবার মৃত্যুর পর সন্তানের জন্ম—নাম ‘স্বাধীন’

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই বাবারর মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ