জীবনসঙ্গী খোঁজার মেলা আজ, পছন্দ হলেই বিয়ে!

জীবনসঙ্গী খোঁজার মেলা
জীবনসঙ্গী খোঁজার মেলা  © সংগৃহীত

আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর)  দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসতে চলেছে পছন্দের জীবনসঙ্গী খোঁজার মেলা। ২০০ বছরের ঐতিহ্য মেনে প্রতিবারই বসে এ মেলা।

প্রায় ২০০ বছর ধরে এ মেলার আয়োজন করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে এক ব্যতিক্রমী মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা জড়ো হয়ে থাকেন। তরুণ-তরুণী ছাড়াও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি মেলায় বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষেরা অংশগ্রহণ করে থাকেন। এ মেলাতে মূলত একে অন্যকে পছন্দ হয়ে গেলেই পারিবারিকভাবে ধুমধাম করে দেয়া হয় বিয়ে। 

আরও পড়ুন : ফেসবুকে প্রেম, বিয়ে করতে গিয়ে দেখেন স্ত্রী

সাধারণত দুর্গা পূজার বিজয়া দশমীর পরদিন এ মেলা বসে। তবে, এ মেলায় শুধুমাত্র সাঁওতাল ও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন।

দিনাজপুর ছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ জেলা থেকেও অনেকে এ মেলায় আসেন। মেলা উপলক্ষে বিদ্যালয়ের মাঠে বসে নাচ-গানের আসর। ঢোল, মন্দিরা, কাঁসর, কাড়া, হারমোনিয়ামের তালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা দলীয় ও এককভাবে তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ