‘আপনারা যতো বিরোধে জড়াবেন ফ্যাসিস্টরা ততো আনন্দে গীটার বাজাবে’

মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী  © ফেসবুক থেকে নেয়া

ছাত্র-জনাতার আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার দেশে নিজেদের মধ্যে বিরোধ ‍নিয়ে কথা বলেছেন তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে ‘একটি গীটারের কথা’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে তিনি বলেন, ‘একটি গীটারের কথা—ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাট লিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে।

আরও পড়ুন: আন্দোলনে জামায়াত ছিল না— এটা কে বলছে, কবে?

তিনি আরও বলেন, আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে। আপনারা যতো বিরোধে জড়াবেন তারা ততো আনন্দে গীটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গীটার বাজাতে দিবেন। 

পরে ‘শুভরাত্রি’ জানিয়ে পোস্ট শেষ করেন তিনি।

এর আগে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দলসহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। ’


সর্বশেষ সংবাদ