বিপিএল ২০২৫
এক ম্যাচেই ২৯ ছক্কা, ইতিহাস গড়ল বরিশাল-রাজশাহী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ PM
এবার যেন ছক্কা উৎসবেই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একাদশ আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি।
বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল।
সেটিও খুব আগের কথা নয়। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা; এর মধ্যে ১০টি মেরেছিলেন উইল জ্যাকস। রান তাড়ায় ১১টি ছক্কা মারতে পারে চট্টগ্রাম। ২৩৯ রানের জবাবে ১৬৬ রানে অলআউট হয়ে ৭৩ রানে হারে দলটি।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী রাব্বি। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।