কাল থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

কাল থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল,
কাল থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল,  © সংগৃহীত

বর্তমানে মেট্রোরেল সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে সাপ্তাহে ছয় দিন। তবে কাল থেকে থেকে শুক্রবারও চলাচল করবে মেট্রোরেল। এতে সপ্তাহের সাত দিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রী। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচলের এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে। তবে চলাচলের সময় অন্যান্য দিনের মতো হবে না। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রো।

আদেশে বলা হয়, ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ‘রাজনীতিতে জড়িয়ে ভুল করেছি, বাদাম বেঁচে খেলেও ভালো করতাম’

এরই প্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ