ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ায় পদ্মা নদীর পানি বাড়ছে

পদ্মা নদীর পানি
পদ্মা নদীর পানি  © ফাইল ছবি

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০.৪৮ মিটার। বিকেল ৩টায় তা হয় ২০.৫০ মিটার। পাংখায় পদ্মার পানির বিপৎসীমা ২২.৫ মিটার।

অন্যদিকে রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮.৫ মিটার। সেখানে সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬.২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরো ১ সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬.৩০ মিটার।

রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬.৯২ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫.০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫.০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১.৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছি। পানি বাড়ায় চরাঞ্চলের ফসলও ডুবতে শুরু করেছে। ফলে আমরা আমদের ফসল নিয়ে দুঃচিন্তায় আছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence