বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু  © সংগৃহীত

ফেনীতে বন্যাদুর্গত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি নির্মাণশ্রমিক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরের মরদেহ এখনও পর্যন্ত বাড়িতে আনা হয়নি। এর আগে বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেয়। এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যান তিনি।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।


সর্বশেষ সংবাদ