কারওয়ান বাজারে ড্যাফোডিলের, ফার্মগেটে কবি নজরুল কলেজের গুলিবিদ্ধ ছাত্রের মৃত্যু

লাশ নিয়ে ঢাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা
লাশ নিয়ে ঢাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা  © সংগৃহীত

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের সময় তিন শিক্ষার্থীসহ ছয়জনের মৃত্যুর খবর এসেছে। সংঘর্ষের সময় আহত ১১৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। আজ রবিবার বিকালের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত তিন শিক্ষার্থীদের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থী ছিলেন। 

এদিন বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে গুলিবিদ্ধ এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ওই তরুণের নাম আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি হাবিবুউল্লাহ বাহার কলেজের বিবিএ এর শিক্ষার্থী। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় থাকতেন, তার বাবার নাম আবু বক্কর সিদ্দিকী।

এর কিছুক্ষণ পর ফার্মগেটে গুলিতে আহত এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তৌহিদুল ইসলাম (২২) নামে ওই তরুণের মৃত্যু হয়। তিনি কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতকে ভর্তির অপেক্ষায় ছিলেন। পাশাপাশি ঢাকার মিরপুর ডিওএইচএসে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়।

এরপর বিকাল সাড়ে ৬টার দিকে রমিজ উদ্দিন রূপ (২৪) নামে আরেক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর মৃত ঘোষণা করা হয়। তাকে কারওয়ান বাজার থেকে রক্তাক্ত অবস্থায় হাসপােতালে নিয়ে আসেন বহনকারীরা। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ড্যাফোডিলের শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ