রোষানলে ‘মাই ক্যাপ্টেন’ মাশরাফি!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০১:৫১ PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারই। তবে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তার এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়ে আসছিল, এবার তা রোষাণলে রূপ নিলো।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন। তিনি এতদিন ছিলেন সবার হৃদয়ে। তবে এবার সেটির বিস্ফোরণ ঘটলো। চরম ট্রলের শিকার হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
ক্ষুব্ধ ভক্তরা এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন। আর সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এই ভিডিওতে দেখা যায় দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের ছবির দুই পাশের লেখা, 'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন' মুছে ফেলে লেখা হয়েছে। কয়েকজন ভক্ত একসঙ্গে এই ছবিতে জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, 'দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন।'
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও মাশরাফির মতো সমালোচনার মুখে পড়েছেন। তিনিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। কানাডা লিগে ব্যস্ত সময় কাটানো সাকিব এক ভক্তের তোপের মুখে পড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি দেশের জন্য কী করেছেন? যা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর চর্চা হচ্ছে। ব্যাপক সমালোচনার পর ১৭ জুলাই প্রতিক্রিয়া জানান জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।