ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিৎ: হানিফ বাংলাদেশী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৪, ০১:৪০ PM
‘রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়, এগুলো আমার-আপনার সম্পদ। জ্বালাও-পোড়াও করে ধ্বংস করবেন’, ‘হাতে অস্ত্র থাকলেই জনগণকে গুলি করা যাবে না। মনে রাখতে হবে এই অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় কেন’, ‘রাষ্ট্রীয় বর্বরতায় জনগণ আজ বাকরুদ্ধ’ লেখা ব্যানার গলায় ঝুলিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছেন।
রবিবার (২৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা যুবকের নাম মো. হানিফ। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করায় তিনি ‘হানিফ বাংলাদেশী’ নামেই বেশি পরিচিত।
প্রেসক্লাবের সামনে এদিনের কর্মসূচিতে মো. হানিফ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অনেক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। শত শত ছাত্র-জনতা নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারের। সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।
হানিফ বাংলাদেশী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, হাতে আস্র থাকলেই মানুষকে গুলি করা যাবে না, মনে রাখতে হবে এই অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় কেনা। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দেশের সম্পদ কোন দল বা ব্যক্তির সম্পদ নয়, এটা আমার আপনার সম্পদ জ্বালাও পোড়াও করে দেশের সম্পদ নষ্ট করবে না। হানিফ বাংলাদেশী দেশে চলমান কারফিউ শিথিল করা ও ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের শুরুর চিত্র উল্লেখ করে হানিফ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ এক মাস কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে। তারা সরকারের পদত্যাগ বা সরকার পতনের আন্দোলন করেনি। ছাত্রদের এই দাবিকে দেশবাসী সমর্থন দিয়েছে। এমনকি সরকারও বলেছে শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। তাহলে কেন এক মাস তাদের সাথে বসে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়নি?
সমাধান না করে উল্টো শিক্ষার্থীদের তিরস্কার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আন্দোলন চলাকালীন সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের নানাভাবে কটূক্তি করা হয়েছে। কোটা সংস্কারের উপর ভর করে সরকার নোংরা রাজনীতি করতে চেয়েছে। আর দুষ্কৃতিকারীরা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে নাশকতা করে আজ দেশের সর্বনাশ করেছে।