কোটা সংস্কার আন্দোলন

আলটিমেটাম শেষ হচ্ছে আজ, আসতে পারে নতুন কর্মসূচি

কোটা সংস্কার আন্দোলন
কোটা সংস্কার আন্দোলন  © ফাইল ছবি

চার দফা দাবি জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া দু’দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই)। আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ সারাদেশে অবিলম্বে ইন্টারনেট চালু, কারফিউ তুলে দেওয়াসহ জরুরি চার দাবি জানিয়েছিলে। আজ সে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে। 

বুধবার রাতে অন্যতম সমন্বয়ক সারজিস ইসলাম বলেন, সারাদেশে অবিলম্বে ইন্টারনেট চালু, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে হল খুলে দেওয়া এবং সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তিনি বলেন, চার দফা দাবিতে সরকারকে দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আলটিমেটাম শেষ হলে নতুন কর্মসূচি কী হতে পারে– তা নিয়ে তারা বসবেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: নিখোঁজ হওয়া কোটা আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ মিলেছে

এদিকে ৯ দফা দাবি আদায়ে আজ বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ করবে সমন্বয়কদের আরেক অংশ। এ কর্মসূচি পালন করতে সংগঠনটির ৫২ জন সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়েছেন বলে জানা গেছে। এর আগে বুধবার ‘নিখোঁজ’ হওয়া সমন্বয়কদের খোঁজ পেতে বাসাবাড়ি এবং অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলেন তারা।


সর্বশেষ সংবাদ