মৃত্যুর আগে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস— চলে আসুন ষোলশহর

নিহতহ ওয়াসিম আকরাম
নিহতহ ওয়াসিম আকরাম  © টিডিসি ফটো

ফেসবুকে ‘চলে আসুন ষোলশহর’ লিখে সংঘর্ষে নিহত হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর-মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন ওয়াসিম আকরাম। 

আন্দোলনকারীরা ওয়াসিম আকরামসহ গুরুতর আহত অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

নিহত অপরজন মো. ফারুক। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী বলে জানা গেছে। এ ছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কৈফিয়ত: এই সংবাদটির সঙ্গে প্রথমে প্রকাশিত ছবিটিতে নিহত ওয়াসিম আকরামের পরিবর্তে অন্য একজনের ছবি ভুলক্রমে আপলোড করা হয়েছিল। তবে প্রকাশের আধ ঘন্টার মধ্যে ভুল বুঝতে পেরে তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা দুঃখিত। 


সর্বশেষ সংবাদ