ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত  © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রোববার সকালেও তারা ভারতে প্রবেশ করেন। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাউছার আহমদ নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে এখনো লাশ হস্তান্তরের কোনো খবর পাওয়া যায়নি।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, আলী হোসেন ও কাওসার নামে দুই যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে তাদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দুজন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখরো ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি।


সর্বশেষ সংবাদ