দুপুরের পর রাজধানী অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল: আবহাওয়া অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ২৭ মে ২০২৪, ১২:৩৫ PM
ঘূর্ণিঝড় রেমাল বেলা ৩টা নাগাদ রাজধানী ঢাকা অতিক্রম করবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে এটি যশোর পূর্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।
সোমবার (২৭ মে) সাকলে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এসব কথা বলেন। তাঁর ভাষ্য, ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাজধানী ঢাকার ওপর দিয়ে গেলেও তেমনপ্রভাব পড়বে না। এতে সামান্য বৃষ্টিপাত হবে। বাতাসের গতি থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল ৬টায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। রাজধানীতে ভোর থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। আগামীকাল স্বাভাবিক হতে পারে ঢাকার আবহাওয়া।
আরো পড়ুন: উপকূল পার হচ্ছে রেমাল, ২৬ লাখ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন
তিনি আরো বলেন, তারা যে পথের কথা বলেছিলেন, ঘূর্ণিঝড় সে পথ দিয়েই যাচ্ছে। সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।